হবিগঞ্জের বানিয়াচংয়ে দু`পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০হ । হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে দয়াতপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধে নিয়ে দুপক্ষের সংঘর্ষে মুশাহিদ মিয়া(২০)নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
নিহত যুবক ওই গ্রামের ছবুর মিয়ার ছেলে।
রোববার(১০ এপ্রিল)দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দয়াতপুর গ্রামের ছবুর মিযার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল কাদিরের লোকজনের।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুশাহিদ মিয়া কে মৃত ঘোষণা করেন।
আহত অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রায় জানান, যুবককে হাসপাতাল নিয়ে আসার আগেই মারা যায়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান,এই খুনের ঘটনায় সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে তাদের অভিযান চলছে বলে জানান।