নবীগঞ্জ থানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
গতকাল রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসাবে নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সরাসরি অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই নাঈম আহমদ, এএসআই শামীমা আক্তার, সাবেক কাউন্সিলর রোকেয়া আক্তার প্রমুখসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।