হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে ভালো উত্তোলনের দায়ে এক ব্যক্তি কে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৩ (এপ্রিল) মোঃ রাফিজুল মিয়াকে জরিমানার আওতায় আনা হয়। একই সময় চুনারুঘাট উপজেলার কাজিরখিল গড়গাঁও গ্রামে খোয়াই নদীর তীরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
খোয়াই নদীর তীরে ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মঙ্গলবার দুপুর ২টার দিকে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) মিল্টন পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাফিজুল কে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। রাফিজুল (২১) বানিয়াচং উপজেলা চতুরঙ্গ গ্রামের মৃত মোতাব্বির হোসেনের পুত্র বলে জানা যায়। ্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর, সিদ্ধার্থ ভৌমিক “দৈনিক চলমান দেশকে” জানান, ইতিপূর্বে ৯ (এপ্রিল) চুনারুঘাটের মাহিউরা গ্রামের সুতাং নদীর তীর কেটে বালু উত্তোলনের দায়ে লিখুন মিয়াঁ (২২) ও তাজুল ইসলাম (২২) কে একমাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। চলমান অভিযান অব্যাহত থাকবে।