শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুধনের ১০ টাকা কেজির চাল ৮০ বস্তা চালসহ দুই আসামীকে গ্ৰেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।।
গত- (১২ এপ্রিল) মঙ্গলবার দুপুরে
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊমির নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) ওমর ফারুক সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী ইকরাম গ্ৰামের মৃতঃ সিরাজ মিয়ার পুত্র মোঃ মশিবুল মিয়া (২৫) এর হেফাজত হইতে মাননীয় প্রধাণমন্ত্রীর অনুধানের ১০/- টাকা কেজিতে বিক্রির জন্য সাদা বস্তা ভর্তি ৮০ বস্তা খাদ্য বান্ধব চাল, যাহার প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-৪,০০০(চার হাজার) কেজি চাউল উদ্ধার পূর্বক বানিয়াচং থানাধীন আলমবাজার থেকে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।