আজকের এই নববর্ষের দিনে সুনামগঞ্জের মৃত্যুর খবরটি আমাদের জন্য অত্যন্ত কষ্ট বিরহের। তবু সংবাদ এর পিছনে আমাকে কিছু করতে হয়। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ধান কাটতে গিয়ে এবার বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে শাল্লা সদর উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মকবুল মিয়া (৪৫) ও তার ছেলে মাসুদ মিয়া (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শাল্লা সদর উপজেলার নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে বের হন বাবা ও ছেলে। পরে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হন।