বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ জন নিহত।।
শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ: হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক স্থানে বজ্রপাতে দুইশিশু ও যুবকসহ তিনজন নিহত হয়েছেন।
১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার তিনজন বজ্রপাতে মারা যায়। নিহতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের ৩নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাঁতাড়ী মহল্লা গ্রামের ১। মো: আখল আলীর ছেলে মোঃ হোসাইন মিয়া (১২) সুটকী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।
একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাতুর্কণপাড়া গ্রামের আলীপুর (বড় বান্দ) এলাকার ২। মো: আব্দুর রহমানের মেয়ে ঝুমা বেগম (১৩) ঘরের বাহিরে রান্নার জন্য জ্বালানি লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
৩। উপজেলার ৮নং ইউনিয়নের মো: শামসুল মিয়ার ছেলে মো: আলমগীর মিয়া (২৮) আনোয়ারপুর হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে ৩নং ইউপি চেয়ারম্যান মো: আরফান উদ্দিন জানান, একই ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের দুই শিশু একজন ছেলে ও একজন মেয়ে পৃথকভাবে বজ্রপাতে মারা গেছেন। নিহতদের লাশ সকাল পনে ৬টায় থেকে সাড়ে ৬টার মধ্যে উদ্ধার করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহত ওই তিনজনের পরিবারকে নিয়মানুযায়ী সরকারিভাবে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, তিনজন বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনজনের মধ্যে দুজন শিশু ও একজন যুবক।