আজ (১০ এপ্রিল) রবিবার সকাল ১১টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা দিতে বিশেষ সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য বাংলাদেশ পুলিশের তৈরি ঘর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানটি চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে থানা অফিসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ, ওসি (তদন্ত) চম্পক দাম, সেকেন্ড অফিসার ভোপেন্দ্র বর্মণ সহ থানায় কর্মরত পুলিশবৃন্দ প্রমুখ।