আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের ডাকে সমর্থন জানিয়ে কিছু মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
১৫ই(আগস্ট) জাতীয় শোক দিবসকে সামনে রেখে ধানমন্ডির ধানমন্ডির ধানমন্ডির ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি জাদুকর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে করতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ডয়ছে ভেলের কনটেন্ট পার্টনার বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শফিকুল ইসলাম বলেন, এখন পৃথিবীর সাইবার নির্ভরশীল। এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহের কাজ করছে। তিনি জানান, তালেবানের আহবানে সারা দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তান পৌঁছার চেষ্টা করছে। কিছু মানুষ ভারতে গ্রেপ্তার হয়েছে
জঙ্গিদের বিষয়ে বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে ও নজরদারি বাড়িয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে।
আফগানিস্তানের তালেবানরা একের পর এক শহর দখল করে নিচ্ছে। পৌঁছে গেছে রাজধানীর কাবুলের কাছেও। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরীফে তারা আক্রমণ করছে। আবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিনে লুজার প্রদেশ পুরোটাই তাদের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন সেখানকার আইনপণেতা হুমা আহাম্মেদ। দক্ষিণের শহর কান্দাহারের প্রধান রেডিও স্টেশন দখল করার একটি ভিডিও ছেড়েছে তালেবানরা।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গাণি বলেছেন, আফগানিস্তানে শান্তি নিশ্চিত করতে তিনি জৈষ্ঠ পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, নাগরিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। অচিরেই তিনি দেশটির চলমান শংকট নিরসনের দাবি জানিয়েছে।