নিহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের আনোয়ার হোসেন (২২) ও একই গ্রামের অনিক হাসান জনি (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীর মনিপুর ঘাটে পাথরবোঝাই ট্রলারে শুয়েছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি। দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলের পাশেই তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি রাতে দুই শ্রমিক নৌকাতে ঘুমিয়েছিলেন। রাতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নিখোঁজ হন। দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।