ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ হেফাজতে ৪০ বছর বয়সী এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন।
নিহত নজির আহমেদ সরাইল উপজেলার ওবায়দুল্লাহর ছেলে।এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে নজিরের মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, নজির হৃদরোগে মারা গেছেন।
স্থানীয় জনগণ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নজির ও তার পরিবারের সদস্যরা সন্দেহভাজন এক চোরকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন চোরসহ নজিরকে আটক করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নজির থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সরাইল/পুলিশ হেফাজতে মৃত্যু