শো#মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ৩য় পর্যায়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চুনারুঘাটে ১০০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে।
আগামী ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকায় একযোগে সারাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
আজ ( ২৪) রবিবার এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এ তথ্য জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অফিসার ইনচার্জ ওসি মো: আলী আশরাফ, পিআইও প্লাবন পাল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।