হবিগঞ্জের বানিয়াচংয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলহাজ্ব আমীর আলী চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।গরীব অসহায় দুই হাজার জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৯ এপ্রিল) শনিবার দুপুর বারোটায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের নিম্ন আয়ের দুই হাজার জন মানুষকে ঈদ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও এক হাজার জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে তেল, চিনি, চাল, পেঁয়াজ, সেমাই ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ , ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হুসাইন, পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক খায়রুল বাশার সোহেল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসাইন খান, যুবলীগের সদস্য কাওসার আহমেদ, নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমেদ। , নূরুল ইসলাম, তাপস হোম, শাহ সুমন, শেখ সজীব হাসান বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।