গতকাল শনিবার সন্ধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ নবীগঞ্জ বাজারে কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে অভিযোগের পূর্ণ সত্যতা পেয়ে অবৈধ ভাবে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখায় দায়ে পূর্ব তিমিরপুরের সয়াবিন তেলের ব্যবসায়ী সালমান স্টোরের মালিক হেলাল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এসআই মোস্তাফিজ আহমেদসহ একদল পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।