*বানিয়াচং থানা পুলিশের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী তারা মিয়া এবং দাঙ্গা ও পুলিশের উপর হামলারসহ একাধিক মামলার প্রধান আাসামি ইকবাল বাহার গ্রেফতার*
ইং-১০/০৫/২০২২খ্রিঃ তারিখ দিবাগত রাত্র অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জনাব মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ সাহেবের দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নোয়াপাথারী গ্রামের সিফাই ও মর্তুজ আলী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী ১. তারা মিয়া (৩৫) পিতা- হাছন আলী, সাং- পাথারিয়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করেন।
এছাড়াও ইং-১০/০৫/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ সাহেবের দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই অঞ্জন কুমার নাহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সৈদ্যারটুলা সাকিনে দাঙ্গা মামলার ঘটনায় জড়িত প্রধান আসামী ২. ইকবাল হোসেন খান বাহার (৫৫) পিতা- মৃত নূর উদ্দিন @ ইনছাব উল্লা, সাং- সৈদ্যারটুল, সাং- সৈদ্যারটুলা, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে ঢাকার শেরে বাংলা হাসপাতালের সামনের রাস্তা হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।