হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে রোড সংলগ্ন নসরতপুর গেট সংলগ্ন নামক স্থানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।
আজ ১৬(আগস্ট) আনুমানিক সকাল ৭টার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ড্রাইভার সহ সিএনজিতে থাকা আরো ৫ জন সহ ৬ জন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মর্মান্তিক হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, একটি সূত্র মারফত জানা যায় নিহতরা চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বহরমপুর গ্রামের বাসিন্দা।
মূলত: সকাল ভোরে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা যায়।