১৮ মে বুধবার সকাল ১১টায় স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন মাষ্টার।
উপস্থিত ছিলেন বানিয়াচং দক্ষিন-পূর্ব ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি ছায়েব আলী, যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, শিক্ষক শেখ আবুল মনসুর তুহিন, মতিউর রহমান মতি, আক্তার হোসেন, সঞ্জু দাশ, আনোয়ার হোসেন, আল আমিন খান, এসকে রাজ প্রমূখ। সকালে অনুষ্টিত খেলায় ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন ও ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের মধ্যে অনুষ্টিত হয়েছে।
খেলায় ৩-২ গোলে ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়ন কে হারিয়ে ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়ন জয় লাভ করেছে। একই দিন বিকেলে অনুষ্টিত খেলায় অংশগ্রহণ করে বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন ও ১০ নম্বর সুবিদপুর ইউনিয়ন।
ওই খেলায় ৪-১ গোলে ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন ১০ নম্বর সুবিদপুর ইউনিয়ন কে হারিয়ে জয় লাভ করেছে। ওই টুর্নামেন্টে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন প্রতিযোগীতা করছে। সবশেষে চ্যাম্পিয়ন দলকে হবিগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগীতায় পাঠানো হবে।