বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওর থেকে অবৈধভাবে দেশীয় মাছের পোনা ধরে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসার পর স্থানীয়দের হাতে আটক হয়। এ সময় শোল,গজার ও টাকি
মাছের পোনা উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং উপজেলা মৎস্য অফিসের লোকজন মাছের পোনা উদ্ধার করে অবমুক্ত করে দেন। এলাকাবাসী জানান, ২নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাগড়াকোনা গ্রামের সুকুম আলীর ছেলে মোঃ ইমরান মিয়া (২৬) কাছ থেকে প্রায় ২ লক্ষ মাছের পোনা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাছের পোনা গুলো বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম,মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী শাহ জুুবেদ আলীর উপস্থিতিতে প্রায় ২ লক্ষ পোনা অবমুক্ত করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।