মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তাজুদ কে আটক করা হয়েছে।
অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অদ্য (২৭ মে শুক্রবার) থানার এএসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির অন্তর্গত সঞ্জরপুর সাকিন হইতে জিআর ২২৮/৯৪(কুলাউড়া) মামলার ০৩(তিন) বছরের সশ্রম সাজা প্রাপ্ত আসামী তাজুদ (৬০), পিতা-মৃত কুটি মিয়া, গ্রাম-সঞ্জরপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘কে গ্রেফতার করেন।
পুলিশ সুপার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারের জন্য কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কুলাউড়া/সাজাপ্রাপ্ত আসামি আটক