হবিগঞ্জের মাধবপুরে লাইসেন্স নবায়ন না করে ডায়াগনস্টিক ব্যবসা পরিচালনা করায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
আজ ( ২৮) শনিবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউ এন ও) শেখ মাঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে মাধবপুর পৌরসভার ডায়াগনস্টিক ও হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস শিশু ও জেনারেল হাসপাতাল-২, প্রাইম হাসপাতাল, সেবা ডায়াগনস্টিক, অ্যাপোলো ডায়াগনস্টিক ও হক ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ২টি হাসপাতাল ও ৩টি ডায়াগনস্টিক লাইসেন্স নবায়ন না করে ডায়গনস্টিক ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন।
সারাদেশের ন্যায় মাধবপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় এর নির্দেশে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২টি হাসপাতাল ও ৩টি ডায়গনস্টিক সেন্টার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।