হবিগঞ্জের চুনারুঘাটে বাবার সঙ্গে অভিমানে বিষপানে পলি আক্তার নামে (১৭) বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কাটুয়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পলি একই গ্রামের আব্দুল আলীর মেয়ে। তিনি স্থানীয় গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্বজনরা জানান, প্রায় তিন মাস আগে সৌদি আরবে যান পলির মা। সেখানে যাওয়ার পর বাড়িতে টাকা পাঠানো নিয়ে বাবার সঙ্গে তার মায়ের ঝগড়া শুরু হয়। এরই জেরে সম্প্রতি রুবিনাকে তালাক দেন আব্দুল আলী।
এ নিয়ে পলির সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে সবার অগোচরে বিষপান করেন পলি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আশরাফ “দৈনিক সরেজমিন বার্তা”কে জানান, আব্দুল আলীর তিন মেয়ের মধ্যে পলি ছিল সবার ছোট। অন্য দুই বোনের বিয়ে হয়ে গেছে। ঘটনার পর থেকেই আব্দুল আলী গা ঢাকা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।