আন্তর্জাতিক চা দিবস আজ। রাজধানী ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে চা দিবস পালিত হচ্ছে।
চা শ্রমিকরা জানেই না ৪ জুন আন্তর্জাতিক চা দিবস। চা দিবসের আয়োজন দেখতে স্হানীয় নোয়াপাড়া, বৈকুন্ঠ পুর সহ কয়েকটি চা বাগান ঘুরে দেখা যায় শ্রমিকরা সাধারণ দিনের মতই চা তুলতে ব্যাস্ত সময় পার করছে।কথা হয় নির্মল কৌরি, মালিনী কৌরি সহ কয়েকজন চা শ্রমিকের সাথে। চা দিবস কি ও কখন জানতে চাইলে তারা বলে, ” দাদা কত দিবস ই ত আসে, আমরা কি আর এতসবের জানি !
তাছাড়া চা দিবস ত শুধু বাগানের কর্মকর্তা ও মালিকদের জন্য। উনারা ঢাকায় বসে দিবস পালন করেন। আর আমরা মজুরি করে দিবস আনার জন্য লড়াই করি। তবে দিবস পালন করতে পারি কই?আমাদের কাছে সব দিবস ই সমান।
চা দিবস সম্পর্কে জানতে চাইলে বৈকুন্ঠ পুর চা বাগানের ম্যানেজার শামসুল হক ভুঁইয়া বলেন,চা দিবস পালন হচ্ছে ঢাকায়। বাগানে কোন কর্মসূচি নেই। তাই আয়োজন করা হয়নি।নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি মনে করি যেহেতু চা দিবস, আর চা বাগানের সকল কৃতিত্বের অধিকারী চা শ্রমিকরা সেহেতু চা বাগানের শ্রমিকদের সাথে নিয়ে এ দিবসটি পালন করাই হবে চা দিবসের স্বার্থকতা।
চা শিল্প সংশ্লিষ্ট সবার দাবি চা দিবস শুধু আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে নয় স্হানীয় ভাবে পালন করার যথাযথ ব্যবস্থা নেওয়ার।
এ ব্যাপারে চা শিল্প সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চা দিবসকে সার্বজনীন করার আবেদন জানিয়েছে।