নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বানিয়াচং এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত কিশোর হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লার আরকান মিয়ার কিশোর পুত্র রামীম(১২)মিয়া।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়,আজ ৭জুন(মঙ্গলবার) ২০২২ইং দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টিপাত হয় এবং বৃষ্টি শেষ হওয়ার পর রামীম মিয়া ঘর থেকে হয়ে বাড়ির সামনে মাঠের পাশ দিয়ে হেটে যাচ্ছিল।
এসময় হঠাৎ বিকট আকারে একটি বজ্রপাত হয়।
এই বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে রামীম।
পড়ে এলাকাবাসী ও বাড়ির লোকজন অঞ্জান অবস্থায় রামীমকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে ডাক্তারগন রামীমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন।
তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রামীমকে মৃত ঘোষণা করেন।
এরিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত নিহত কিশোর রামীমের মৃতদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে বলে সূত্রটি জানায়।