সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল কাইউম সরকার। বিশেষ অতিথি
ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী।
সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার বিষয়ে ব্যবসায়ী ও জেলার বিভিন্ন হোটেল রেস্তোরাসহ খাদ্য সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে অবহিত করা হয়।