এসডি রবিন: হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে আরও ১৫ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ নবীগঞ্জের ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের গোপালপুর নামক স্থানে খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনা ঘটে।
নতুন প্লাবিত গ্রাম গুলো হল ,যাদবপুর, গোপালপুর,গোয়াল নগর,মুতুরানগর,জয়নগর সহ আরো কয়েকটি গ্রাম। সাদমান দাস নামের স্থানীয় এলাকাবাসী জানান ,বিকেলে হঠাৎ করেই খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে।
টকএ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, শহর থেকে দূরে ভাটি অঞ্চলে নদীর বাঁধ ভাঙ্গায় নদীর পানির বেগ অনেকটাই কমে গেছে। এতে করে শহর মোটামুটি নিরাপদ বলে আমরা মনে করছি।