নিজস্ব সংবাদদাতা:
কুলাউড়ায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে থানা পুলিশ।
সোমবার ২০ জুন দুপুরে ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক অসহায় মানুষদের মাঝে খাবারের (বিরিয়ানি) প্যাকেট বিতরণ করে পুলিশ।
থানা পুলিশের উদ্যোগে খাবার বিতরণীতে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, কুলাউড়া থানার এসআই এনামুল হক, পরিমল চন্দ্র দাস, আব্দুর রহিম, আলিম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ওসি আব্দুছ ছালেক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের দুর্ভোগে পুলিশ সবসময় পাশে দাঁড়িয়েছে। বন্যা পরিস্থিতিতেও পুলিশ বন্যার্তদের পাশে আছে বলে জানান তিনি।