বিশেষ প্রতিবেদক
শনিবার ২৫ জুন ২০২২ বিকাল ০৫.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশ মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল জনাব সাদেক কাউসার দস্তগীর মহোদয়ের নেতৃত্বে আনন্দ র্যাশলিটি কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানের সামনে হইতে দক্ষিণ বাজার প্রদক্ষিণ করে কুলাউড়া থানার গেইটের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
উক্ত আনন্দ র্যােলীতে অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর সঞ্চালনায় অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ জনাব আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. স. ম কামরুল হাসান, ৭নং কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোসাদ্দিক হোসেন নোমান, অফিসার ইনচার্জ বড়লেখা থানা জনাব জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ জুড়ি থানা জনাব সঞ্জয় চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এবং কুলাউড়া, জুড়ি ও বড়লেখা থানার অফিসার-ফোর্সসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
পদ্মা সেতুর উদ্বোধনে আজ পুরো জাতির মধ্যে উৎসবের আমেজ বিরাজমান। আমরা বিশ্বাস করি পদ্মা সেতুর মাধ্যমে সারা বিশ্বে আজ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আরও সুদৃঢ় হবে। কোটি বাঙ্গালীর আত্মমর্যাদা ও গর্বের স্বপ্নের পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর সফল বাস্তবায়ন বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করবে বহুগুণ।