আটককৃতরা হলো — ১. শাহজাহান মিয়া (২৫), পিতা-মৃত আঃ কুদ্দুস ,সাং-ভাদাউড়ি ২. রাব্বানী মিয়া(২৪), পিতা-মৃত মোর্শেদ মিয়া প্রকাশ মহিউদ্দিন মিয়া গ্রাম- নাগেরখানা, উভয়থানা- বানিয়াচং, জেলা –হবিগঞ্জদ্বয়।তাদের সংগীয় চোরসহ অত্র থানাধীন জাতুকর্ণপাড়া গ্রামের শান্তিপাড়া স্কুলের পুরাতন বন্যা আশ্রয়ন কেন্দ্রের টিনের ঘরের টিন কাটিয়া গরু মালিক দুলাল মিয়া(৩০), পিতা-মৃত ছুয়াব আলী, গ্রাম-জাতুকর্ণপাড়া (চান্দেরমহল্লা) , থানা- বানিয়াচং, জেলা –হবিগঞ্জ এর ২টি ডেকা বাছুর চুরি করিয়া নিয়া যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করিয়া বানিয়াচং থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের কে হাতেনাতে আটক করে ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মাহামুদুল হক ঘটনাস্থলে পৌছিয়া চোরাই গরুসহ আসামীদের গ্রেফতার করেন।
আসামীদেরকে বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বানিয়াচং থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন।