কুলাউড়া প্রতিনিধি: স্বপ্না আক্তার
অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত ২৭ জুন, ২০২২ খ্রিঃ তারিখ রাত্রিবেলা কুলাউড়া থানার এসআই(নিরস্ত্র) পরিমল চন্দ্র দাস, এএসআই(নিরস্ত্র) মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মনবাজার ইউপির অন্তর্গত পূর্ব ব্রাহ্মণবাজারস্থ জনৈক মোঃ জসিম উদ্দিন এর মালিকানাধীন তাহা মূছা নামক মার্কেটের সামনে ব্রাহ্মণবাজার টু শমসেরনগরগামী পাকা রাস্তা হইতে মাদক কারবারী ১। হুমায়ন মিয়া (২৬), পিতা-ছুরুক মিয়া, সাং-জগন্নাথপুর, থানা-মৌলভীবাজার সদর, ২। দেবা রঞ্জন বিশ্বাস (৩২), পিতা-দিগেন্দ্র বিশ্বাস, সাং-বিনোদপুর, থানা-জুড়ী, উভয় জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার/কুলাউড়া