মাসুদ লস্কর, সিলেট ব্যুরো প্রধান
ই প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ই প্রেস ক্লাব হেলথ কেয়ারের সফল আয়োজন বন্যাদুর্গত দের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
জানা যায় চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ সংগঠন ই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর এর পরামর্শে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভার্চুয়াল মিটিংয়ে আলাপ আলোচনা করে বান বাসী দের বিপদে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এর ই ধারাবাহিকতায় নেতৃবৃন্দ চিকিৎসা সহায়তা প্রদানের কর্মসুচী হাতে নেন।
এ ব্যাপারে জানতে চাইলে ই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর বলেন, ই প্রেস ক্লাব আর্ত মানবতার সেবক হিসাবে কাজ করতে আগ্রহী। তাই আমাদের প্রথম আয়োজন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
ই প্রেস ক্লাবের মাধবপুর উপজেলার উদ্যোক্তা ও প্রেস হেলথ কেয়ারের আহবায়ক মাসুদ লস্কর বলেন, প্রথমেই আমরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার বন্যাদুর্গত দের ফ্রি চিকিৎসা সেবা দিতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সাথে আলোচনা করি, তিনি আমাদের সাধুবাদ জানিয়ে অতিথিদের থাকার জন্য জেলাপরিষদ ডাক বাংলো টি উম্মুক্ত করে দেন।
চিকিৎসা সেবা প্রদানের জন্য মাধবপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,ইশতিয়াক মামুন আমাদের ডা,দিয়ে সহায়তা করার ওয়াদা করেন, মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
ই প্রেস হেলথ কেয়ার কমিটির অন্যতম সদস্য তাওহীদ খান ও মোঃ কামাল প্রতিবেদককে মোঠো ফোনে জানান ২৯ জুন বুধবার দিনব্যাপী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আশ্রয় কেন্দ্র গুলোতে প্রেস হেলথ কেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে।
ই প্রেস হেলথ কেয়ারের নেতৃবৃন্দ এলাকার ইউ পি চেয়ারম্যান সহ স্হানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..