এসডি রবিন: হবিগঞ্জ প্রতিনিধি
আজ হবিগঞ্জের সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দী সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এর নেতৃত্বে এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান কর্মসূচি অব্যাহত আছে। এর খণ্ডচিত্র প্রদান করা হলো।