ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ধানক্ষেত থেকে মুন্নি বেগম (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ।
আজ বুধবার ১৮(আগস্ট) আনুমানিক বিকাল চারটার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী কাঞ্চনপুর এলাকার ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। কিশোরী মুন্নি ওই এলাকার মোশারফ হোসেনের মেয়ে বলে এলাকাবাসী জানায়।
বিকালে স্থানীয় লোকজন ধানের জমির পানিতে কিশোরীর মরদেহ অচেতন অবস্থায় পড়ে আছে দেখতে পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা।
তিনি আরো জানান, মৃত কিশোরীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। অচিরেই এর মূল রহস্য উদ্ঘাটন হবে বলে জানান তিনি।