মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধি;
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রায় তিন শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তাদের চাকরি জাতীয়করণ ও বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবি জানিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।