মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬১জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
আজ (১০জুলাই) সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়পুরটার জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন।
উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দের উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন।
এসময় বক্তরা বলেন, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া জন্য সরকার শিক্ষাবৃত্তি দিয়েছেন। তাই অর্থাভাবে যাতে করে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে ঝরে না পড়ে সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানাযায়, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্তরের ৩১ জন শিক্ষার্থীরা পেয়েছে ৪৫০০ টাকা, মাধ্যমিক স্তরের ২০জন শিক্ষার্থীরা পেয়েছে ৫৫০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ১০ শিক্ষার্থীরা পেয়েছে বছরে ৬২৫৯ টাকা।