মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা তাদের বেতন কাঠামো দশম গ্রেডে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন।
রবিবার বিকাল পাঁচটার দিকে জয়পুরহাট – বগুড়া প্রধান মহাসড়কে উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা এ মানববন্ধন করেন। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসে গিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য করেন,দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারি শিক্ষক আব্দুল হাকিম, নাজনিন আক্তার,এনামুল হক,জুল জালাল আহম্মেদ,নাজমুল হকসহ অনেকে।