গোলাপের সৌরভ পাওয়া যাবে ‘রোজ টি’ চায়ে। আর ‘হানি গ্রিন টি’ হলো হারবাল চা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রসহ চায়ের বাজারে ব্যাপক আলোচনায় স্থান করে নিয়েছে এই দুটি ব্র্যান্ড। পাশাপাশি বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। বিক্রিও হচ্ছে উচ্চমূল্যে। ব্যতিক্রমী এই চা উৎপাদন ও বাজারজাত করেছে হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগান। এটি তাদের দ্বিতীয় চালান। গত ১৮ আগস্ট শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে এর নিলাম করে জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড।
হবিগঞ্জ বৃন্দাবনপুর চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান জানান, চা পানের সময় যেন ভালো একটি গন্ধ পাওয়া যায়, সে চিন্তা থেকে তিনি ‘রোজ টি’ তৈরি করেছেন। উৎকৃষ্ট মানের ব্ল্যাক টি ‘বিটি টু’ এর সঙ্গে গোলাপফুলের পাঁপড়ি মিশিয়ে ‘রোজ টি’ তৈরি করা হয়। রোজ টির পাশাপাশি তিনি একই নিলামে তুলেছেন হারবাল ‘হানি টি’ এবং গাড়ো লিকারের ‘ব্ল্যাক টি’।
নিলাম পরিচালনাকারী ব্রোকার হাউস জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেডের পরিচালক মো. শওকত আলী খান জানান, বৃন্দাবনপুর চা বাগান বিশেষ এই চা উৎপাদন করে। আর তারা এটি নিলাম করেছে, যা বিক্রি হয়েছে দুই হাজার টাকা প্রতিকেজি। কিনেছে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের মাস্টার টি।
শ্রীমঙ্গল মাস্টার টির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, রোজ টি খুবই ভালো মানের একটি চা, যা পান করার সময় গোলাপফুলের ফ্লেভার পাওয়া যাবে। গত মে মাসে বৃন্দাবনপুর চা বাগান এটি প্রথম বাজারজাত করেছিল। তখন এর অনেক চাহিদা ছিল। কিন্তু মাল কম থাকায় ক্রেতাদের চাহিদা পূরণ করা যায়নি। এ যাত্রায় এটি বাজারে আনায় অনেকের কাছে পৌঁছানো যাবে। সাইফুল ইসলাম জানান, ভ্যাটসহ এর কেজি পড়েছে দুই হাজার ৩৫০ টাকা। তিনি পাইকারি বিক্রি করছেন তিন হাজার টাকা ও খুচরা সাড়ে তিন হাজার টাকা কেজিতে।
জালালাবাদ টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক খায়রুজ্জামান শ্যামল বলেন, একই অকশনে তারা উন্নতমানের ব্ল্যাক টিও বিক্রি করেছেন। যার প্রতিকেজি অকশন প্রাইজ ৬১০ টাকা। ভ্যাট ট্যাক্সসহ ৭১৩ টাকা কেজি। এটিও তৈরি করেছে বৃন্দাবনপুর চা বাগান। এটি গাড়ো লিকারের চা, যা অল্প পাতাতেই গাঢ় লিকার হবে।
শ্রীমঙ্গল টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জহর তরফদার বলেন, শ্রীমঙ্গলের এই চা নিলাম কেন্দ্রটি চালু হয়েছে খুব বেশি দিন হয়নি। ইতোমধ্যে বিভিন্ন চা বাগানে তাদের তৈরি চা বিক্রির জন্য শ্রীমঙ্গল অকশন হাউসে নিয়ে আসছেন। তার সঙ্গে প্রায়ই যুক্ত হচ্ছে ভিন্ন স্বাদ ও মানের বিশেষ ধরনের চা। ‘রোজ টি’ তারই একটি। এ চা পান করলে চায়ের ভেষজ গুণাগুণের সঙ্গে বেশ কিছু অতিরিক্ত উপকারও পাওয়া যাবে।