পিরোজপুরের বাজারে তিন কেজি ওজনের ইলিশ মাছ উঠেছে। শনিবার পৌর শহরের বাজারে মাছ ব্যবসায়ী আমিনুল তিন কেজি ওজনের এ মাছটির দাম চেয়েছেন ৫ হাজার ৪০০ টাকা।
মাছ ব্যবসায়ী আমিনুর জানান, তিনি পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর থেকে ইলিশ মাছের লট কিনেছেন। সেই লটের মধ্যেই একটি তিন কেজি ওজনের মাছ পেয়েছেন। মাছটি বিক্রির জন্য প্রতি কেজি ১৮০০ টাকা হিসেবে দাম ধরেছেন ৫ হাজার ৪০০ টাকা।
তিনি আরও জানান, এসব মাছ সাগরে ধরা হয়েছে।
বড় আকৃতি এবং বেশি ওজনের মাছটি দেখতে পৌর বাজারে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।