মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ৩ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার করচার হাওরে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে ঐ প্রতিযোগিতা সমাপ্ত করা হয়।
তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া নৌকাগুলোর মধ্যে আল্লার দান, মা চন্ডি, সোনার পাখি, রংবাজ, রূপালী পবন, দূরন্ত, পবন উলে্লখযোগ্য।
এর মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আল্লার দান, ২য় হয় মা চন্ডি ও ৩য় সোনার পাখি
পরে প্রথম হওয়া নৌকার অধিনায়কের হাতে সোনার নৌকা পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকি প্রমুখ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নৌকা অংশ নেয়। শিশু-নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের ভিড়ে করচার হাওর এলাকা কানায় কানায় ভরে যায়।
প্রতিযোগিতাকে প্রানবন্ত করতে গত রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।