হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য পরিচ্ছন্নতা বাবদ ব্যয় হয়েছে সাড়ে ৫ কোটি টাকা। এর মাঝে প্রাথমিক বিদ্যালয়ে ৫ কোটি ২৬ লাখ এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যয় হয় ২৬ লাখ ৯০ হাজার টাকা। মোট ব্যয় হয় ৫ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, জেলায় ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার ও এগুলোতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনা হয়েছে। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে গড়ে ৫০ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা।