সিলেটের মাঠে ক্রিকেট ফেরাতে আবারও এগিয়ে এলেন ক্রিকেটাররাই। ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী ম্যাচে লিসবন সিক্সার্সের মুখোমুখি হবে এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স। আয়োজকদের আশা ছিল সিলেট জেলা স্টেডিয়ামেই করতে পারবেন টুর্নামেন্ট। প্রথমে আশ্বাস পেলেও শেষপর্যন্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থা মাঠ বরাদ্দ দেয়নি। তাই বাধ্য হয়েই সিলেট আলীয়া মাদ্রাসা মাঠকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটাররা। টেপ টেনিসে হবে একশ বলের এই ক্রিকেট টুর্নামেন্ট।
অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা সিলেটের ক্রিকেটাররা বেশ উৎফুল্ল টুর্নামেন্ট নিয়ে। পুরস্কারের দিক দিয়েও বেশ আকর্ষণীয় এই ক্রিকেট লড়াই। চ্যাম্পিয়ন দলের জন্য এক লক্ষ টাকা প্রাইজমানির সঙ্গে আছে ট্রফিও। রানার্সআপ দল পাবে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি।
এছাড়া প্রতিটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও থাকছে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপে পর্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। দুই গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।
১৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে জমকালো প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রতিটা দলের কর্মকর্তারা উপস্থিত থেকে সেরা দল গঠনের চেষ্টা চালিয়েছেন। টুর্নামেন্টের লোগো উন্মোচন ও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি আজাদ খান। সাধারণ সম্পাদক মাহবুব আলম মিসবাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাবেক কৃতী ক্রিকেটার ও ডিএসএ’র যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফ হোসেন আরমান, এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক এইচ ইউ দীপু, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে, কিংস ইলিভেন গোলাপগঞ্জ, নমান এন্ড ফাহিম ক্রিকেট ক্লাব, মারিয়া এন্ড দাউদ সিলেট সলজার্স, এন এ সি সি ছাতক, রয়্যাল ক্যাফে, স্বপন ওয়ারিওর্স, লিসবন সিক্সার্স ও এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছেন আনোয়ারুল হক হেলাল। তার নামেই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। আয়োজকদের আশা প্রতি বছর তারা এই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারবেন।