পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে ওই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রার্থী মারা যান। আসাদুল কবির তালুকদার স্বপন জাতীয় পার্টি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী ছিলেন। তিনি পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইন্দুরকানী সদর ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে জাপার মনোনীত সাইকেল মার্কার প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন মৃত্যুবরণ করায় নির্বাচনী আইনে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে।
এদিকে, আসাদুল কবির তালুকদার স্বপনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া তার নির্বাচনী এলাকা ইন্দুরকানী সদর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।