নিহত হলেন, কোরবান আলী হোসেন (৩৫)। সোমবার (৬ জুন)সকাল দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) আল ইমরান জানান,আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি জানান,এই ঘটনায় ওয়েলকাম পরিবহন বাসটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয় নাই। ভিডিও ফুটেজ দেখে চালককে আটকের চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বোনজামাই নুর উল্লাহ জানান, নিহতের গ্রামের বাড়ি,লক্ষ্মীপুর সদর জেলার রামগতি চর সিকান্দার বাড়ি,মৃত সিদ্দিক উল্লার সন্তান।বর্তমানে,সাভার এলাকায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন নিহত,তিন ভাই সে ছিল সবার বড়। রাজার বাগ পুলিশ টেলিকমিউনিকেশন্স কর্মরত ছিলেন তিনি