মিরপুর পল্লবী প্রতিনিধি: জেবুন্নেসা মুক্তা
ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরিয়ে, গ্রীন লাইফ হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কয়েক দিন জ্ঞান ফিরে নাই। ডেঙ্গু জ্বরে এরশাদ ভাই মারাত্মক ভাবে আক্রান্ত হয়। একটি সুস্থ মানুষের প্লাটিলেট থাকে দেড় লক্ষ অথচ এরশাদ ভাইয়ের তা ৩৮ হাজারের নিচে নেমে এসেছিলো।
বাঁচানোর মালিক আল্লাহ। সবাই তার বাঁচার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে মহান করুনাময় আল্লাহ আপনি তার নাবালক সন্তানের জন্য হলেও এরশাদ ভাইয়ের বেঁচে ফেরা বড়ই জরুরি–
আপনি হায়াত দারাজ করুন–
কিন্তু না! সবাইকে কাঁদিয়ে আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় চলে গেলেন না ফেরার দেশে, এশিয়ান টিভির সংবাদকর্মী প্রিয় সহকর্মী এরশাদ ভাই।
এরশাদ ভাইয়ের স্বজনরা ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি মাগুরা রওয়ানা হয়েছে।
হে আল্লাহ এরশাদ ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন–
সবাই দোয়া করবেন—