মোঃ মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারাদেশের মতো জয়পুরহাট কালাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ দিবস পালিত হয়েছে ।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ এর সামনে হতে বর্ণাঢ্য রেলি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।
এ ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের জন্য চালকদের আরো সচেতন হতে হবে বলে বক্তারা জানান।