মোঃমোকাররম হোসাইন জয়পুরহাট জেলাপ্রতিনিধিঃ
পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রি এলাকার শিরিনা বেগম (৪৫) নামে এক নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
এঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি আমালে নেয়। পরবর্তীতে বিকাশ কর্তৃপক্ষ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৭২ ঘন্টার ব্যবধানে ওই নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয়া ২২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ওই নারী পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রি গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। গত কয়েক বছর আগে স্বামী আব্দুস সাত্তার মারা গেছেন। এরপর থেকে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মা।
এদিকে ছেলের ভবিষৎ সুখের কথা চিন্তা করে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠায় মা। মায়ের নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে প্রতিমাসে বিদেশ থেকে কিস্তির ১৫ হাজার, মায়ের খাওয়া-দাওয়া ও চিকিৎসার ঔষধপত্র কেনার জন্য ছেলে ২০-২৫ হাজার টাকা পাঠায় বিকাশের মাধ্যমে। আর সেই টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
বৃহস্পতিবার সকালে সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় ওই নারী পুলিশের স্মরণাপন্ন হলে পুলিশ ওই নারীর উধাও হওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন। মানুষ লোভে, আবেগে, অজ্ঞতা ও অধিক সরলতার কারনে এমন কাজ করে থাকে বিধায় এমন ঘটনার স্বীকার হয়।
অনেক সময় প্রতারক চক্ররা অপরিচিত নাম্বার থেকে বলেন, আপনি অনেক টাকা পাবেন। আর টাকাগুলো পেতে আপনাকে কিছু টাকা দিতে হবে। এসময় সহজ-সরল মানুষ না জেনে না বুঝে প্রতারক চক্রের খপ্পরে পরে নিঃস্ব হয়। এমন সময় বুঝে-শুনে ও যাচাই বাচাই ব্যবতীত এমন কাজ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন এ কর্মকর্তা।
এছাড়া নিজের মোবাইলের পিন কোর্ড অন্যকে না জানানো এবং দোকানদারের নিকট থেকে বিকাশ একাউন্ট খুলে নিলেও পিন কোর্ড যেন কেউ না জানতে পারে এ বিষয়েও সর্তক থাকতে হবে বলেও জানান সার্কেল অফিসার আলম।