মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশু কিশোর মৃত্যু হয়েছে। এঘটনায় রিশার মাসহ এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার সকালে সদর উপজেলার জয়পুরহাট-বদলগাছির সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনিকা বুশরা রিশা নওগাঁর বদলগাছির চাকলা গ্রামের শাহীনের মেয়ে। সে মুহিউস সুন্নাহ তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন- আনিকা বুশরা রিশা মা খাদিজা ও একই গ্রামের পিতা আবদুল আলিমের ছেলে জুনাইদ মোতাসিম বিল্লাহ (৫) সে একই মাদ্রাসা প্লে শ্রেণির শিক্ষার্থী।
(ওসি) সিরাজুল ইসলাম জানান, রিশা ও তার বন্ধু বিল্লাহ মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রæতগ্রামী একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আনিকা বুশরা রিশা মারা যান।