জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালেকের নেতৃত্বে অদ্য ১৭ ফেব্রুয়ারি:(নিরস্ত্র)/পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর থানাধীন ইসলামপুর এলাকা হইতে দায়রা ৪২৭/১৩, সিআর: ৯৯৭/২০১১(কোতোয়ালী) এর ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী নৃপেন্দ্র পাল বিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি নৃপেন্দ্র পাল বিজু (৪৫), পিতা-মৃত নলিনী কুমার পাল, সাং-মনসুরপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক চ্যানেল ১০০কে জানান, গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।