ডেস্ক রিপোর্টঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫ম শ্রেনীর সরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বিভাগ পেয়ে বৃত্তি পেলেন আদনান রহমান।
ঢাকার বসুন্ধারা সিটির বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর ও গৃহিনী তানিয়া আক্তারের বড় ছেলে আদনান রহমান (১২)। পৈত্রিক নিবাস হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে হাজীবাড়িতে।আদনান জানায় তার জীবনের লক্ষ্য ভাল লেখক হওয়া।