তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হামিদা আব্বাসী সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস আঁখি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক রোমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল হাসান, অর্থ সম্পাদক মিলন মাহমুদ, দফতর সম্পাদক মনসুর আলম নিরব, উপ-দফতর সম্পাদক রুবেল আহমেদ রানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাতিক হাসান রাজিব ও সাহিত্য ও প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম।
সভাপতি হামিদা আব্বাসী অনুভূতি প্রকাশ করে বলেন, মানুষ অস্ত্র দিয়ে যা ধরে রাখতে পারেনি তা লেখনীর মাধ্যমে এক যুগ থেকে অন্য যুগে ধরে রাখা যায়। তরুণ কলাম লেখক ফোরাম এমনই একটি প্ল্যাটফর্ম। আমি চাই আমাদের শাখায়ও এই প্ল্যাটফর্মের মজবুত ভিত্তি গড়ে উঠুক। যে ভিত্তি অতীতকে পেরিয়ে বর্তমানকে ছুঁয়ে যাবে।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে এ সংগঠনটি।