ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। আর এ অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার জোড়া গোলে ম্যানইউ ৪-১ গোলের বড় জয় পেয়েছে।
রোনালদো এ ম্যাচটিতে মাঠে নামার মাধ্যমে রেকর্ড গড়েন। সেটি হলো সবচেয়ে লম্বা সময় পর ফের প্রিমিয়ার লিগে খেলা। রোনালদো প্রথমবার ম্যানইউ ছাড়েন ২০০৯ সালে। সে হিসেবে দীর্ঘ ১২ বছর পর ফের প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি।
ম্যাচটিতে ম্যানইউর হয়ে বাকি দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জেসে লিঙ্গার্ড।
ম্যাচের ৪৫ মিনিটে প্রথম ও ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থানে উঠে এসেছে ম্যানইউ।