মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দখলকৃত জমি উদ্ধার অভিযানের সময় রেলের এক্সেভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এক্সেভেটরের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানা যাবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভানুগাছ সড়কের পাশের রেলের জমির উপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদের জন্য এক্সেভেটরটি আনা হয়। এটি রেলগেট পয়েন্টে আসলে কয়েকজন দুর্বৃত্ত এক্সেভেটরের কেবিনে আগুন দিয়ে পালিয়ে যায়।